২৮৪/৩৬৫

লেখার তারিখঃ এপ্রিল ৫ ২০১৬, ০৬:৪৯ এ এম

আমার কোন কবিতার খাতা নাই। যখন যা মনে আসে মোবাইলেই লেখা হয়। তাই কোন কিছুই একসাথে থাকে না। আমাকে যখন মরনোত্তোর কবিতা পদক দেয়ার কথা চিন্তা করা হবে, তখন পদকে কমিটির বস কে পদক কমিটির কর্মচারী পান চাবাইতে চাবাইতে বলবে, “ছার, উনার ফেচবুক তো খালি আবজাব দিয়া বর্তি। কবিতা তো খুইজ্জা ফাইতাসি না ছার”।

এই তিনটা বিভিন্ন বছরে আজকের দিনে লেখা। আজকের দিনে কি জানি একটা আছে। আজকের দিনে কবিতা খুইজ্জা পাওয়া যায়।

ঘোলা চাঁদ টাকে
করে দিতে পারি
চকচকে
রাজপথে এনে দিতে পারি
পা ডুবানোর ঘাস
কুচি করা নীল কাগজ
মুঠো ভরে এনে
বলে দিতে পারি
এইবার দাও ফুঃ
তবু একশো বছর
কান পেতে থাকি
শুনবো বলে
এক্টা ছোট্ট ” হু “

আকাশ বুঝি তোমার মত?
ঘুম ভাংতেই দুপুর হয়
আবছা আলোয় গা জড়িয়ে
ঘাসের পায়ের নুপুর হয়

মেঘ ও নাকি এক্টা তুমি?
রং ছাড়া ই ফর্সা হয়?
ভাসতে ভাসতে হাসতে হাসতে
চৈত্র হঠাৎ বর্ষা হয়?

আমার স্বপ্নের হাতে কড়া,
তবু চোখ ধরেছে হাত
না হয় আকাশ দেখেই কাটিয়ে দেব,
শেষ তো হবে রাত ।
জানি শেষ তো হবে রাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *