২৭৭/৩৬৫

লেখার তারিখঃ জানুয়ারী ২৯, ২০১৬, ৭ঃ০১ পি এম

বুক রিভিউ: 11/23/63 by Stephen King

অবশেষে শেষ করলাম Stephen King এর ৮৪৯ পৃষ্ঠার বিশা আ আ আ ল বই 11/22/63। এই বইটা পড়া শুরু করি নভেম্বর ২০১৫ তে আর শেষ করলাম আইসা আজকে। আমি যে কত স্লো রিডার তা নিয়া আমার আফসুস এর শেষ নাই।

ভালই লাগসে পড়তে। এইটারে একটা Romantic Sci-Fi উপন্যাস বলা যাইতে পারে। সময় পরিভ্রমন বা Time Travel এর উপর ভিত্তি কইরা লেখা এই বই এর মূল চরিত্র ভাইজান অতিতে গিয়া আমেরিকার ইতিহাসের একটি আলোচিত ঘটনা চেঞ্জ করার চেষ্টা করেন। এই বই জুইড়াই আসে তার এই চেষ্টার পটভূমি, প্ল্যানিং, চেষ্টাকালিন সময়ে তার আতকা এক হট আপার প্রেম এ পইড়া যাওয়া, তারপর আপা রে নিয়া চিপায় গিয়া ইটিশ পিটিশ,বিভিন্ন বড়দের ছিন ছিনারি, তারপর মূল ঘটনার আগে দিয়া অনেক পেস পুস লাগা, আবার পেস ছুটা, দিবসে যে ধন হারায়েছি- আমি পেয়েছি আধারো রাতে টাইপ ব্যাপার স্যাপার ঘটা এই সব ই আসে আরকি।

আমি এই বইরে পাঁচ এর মদ্যে ৪ দিমু। মাঝে মাঝে কিছু ভাল এনালজি নিয়া আসছেন যেগুলা প্রায়ই জটিল বিষয় গুলারে বুঝতে হেল্প করসে। এই বই এর একজায়গায় আসে এয়ারফোর্স ওয়ান লাভফিল্ড এয়ারপোর্ট এ ল্যান্ড করলো। বোয়িং ৭০৭ টা আস্তে আস্তে টার্মিনাল এর সামনে দাড়াইল। আমি পড়া থামায়া গুগল করলাম এবং দেখলাম আসলেই একটা বোয়িং ৭০৭ এয়ারফোর্স ওয়ান ছিল। শুধু তাই না, এইটা ছিল বিশ্বের প্রথম প্রেসিডেনশিয়াল জেট বিমান।

পড়া শেষ হওয়ার পর আমি বইটা নিয়া একটু হাল্কা পাতলা ঘাটাঘাটি করলাম। আমি জানসি যে স্টিফেন কিং এই বইটা লেখার কথা ভাবসিলেন ১৯৭৩ সালে। কিন্তু পর্যাপ্ত রিসার্চ না থাকায় তিনি তখন বইটা লেখেন নাই। রিসার্চ শেষ কইরা লিখসেন আইসা ২০১১ তে। আই ওয়ান্ডার আমাদের দেশের বেশিরভাগ নতুন লেখক কতটুক করে এই কাজ টা। তাদের রিসার্চ টাইম মানে কি শুধু একবইমেলা থেইকা পরের টার আগ পর্যন্ত?

এই লেখকের আর কুনো বই আমি এর আগে পড়ি নাই। তয় পড়নের ইচ্ছা রাখি। আমি হুন্সি উনি অনেক পপুলার থ্রিলার সাই ফাই সাহিত্যক। এই বছর আমি নিজের উপর একটা বুক চেলেঞ্জ নিসি অন্তত ১২ টা বই পড়ার। মানে মাসে ১ টা।

এইটা ছিল আমার বুক অফ জানুয়ারি। ফেব্রুয়ারির জন্য কোনটা শুরু করবো এখনো জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *