লেখার তারিখঃ নভেম্বর ৮, ২০১৫, ১১.৪৫ পি এম
ছেলেবেলায় আকাশের দিকে তাকিয়ে হাঁটতে বারণ করা হতো ছোটদের৷ তখন কি আর অভিভাবকরা জানতেন, ঐ আকাশ দেখা, মেঘ দেখাটা আসলে একটা হবি, যার একটা রীতিমতো ইংরিজি নাম আছে: ক্লাউডস্পটিং Cloud Spotting৷
২০০৫ সালে গ্যাভিন প্রিটর-পিনি তাঁর ‘‘ক্লাউড অ্যাপ্রিসিয়েশন সোসাইটি” বা ‘মেঘ চর্চা সমিতি’ প্রতিষ্ঠা করেন৷ এদের ওয়েবসাইট এর ঠিকানা https://cloudappreciationsociety.org/ । সদস্যসংখ্যা আজ পঁয়ত্রিশ হাজার৷ সমিতির কাজ হল: ‘‘ক্লাউডস্পটিং”৷
গ্যাভিন খানিকটা ঠাট্টা করেই বললেন: ‘‘এ কাজে বিশেষ সরঞ্জাম চাই: দু’টো চোখ আর একটা বিশেষ চারিত্রিক গুণ: পারিপার্শ্বিকের প্রতি নজর দেওয়ার ক্ষমতা৷ তারপর হেসে বলেন, না, আমি ঠাট্টা করছি৷ আসলে বিশেষ কিছুরই দরকার পড়ে না৷ শুধু উপলব্ধি করতে হবে যে, সৌন্দর্য আর চমকপ্রদ বস্তু খুঁজে পাওয়ার জন্যে দুনিয়া চষে বেড়ানোর দরকার নেই৷”
গ্যাভিন এর বন্ধু রন ওয়েস্টারমাস ইংল্যান্ড এর সমারসেটশায়ারের মাঠেঘাটে মেঘ দেখে বেড়ান৷ অন্যান্য ক্লাউডস্পটারদের মতো তিনিও সাথে ক্যামেরা রাখেন৷ রন-এর পরামর্শ হল: ‘‘সবসময়ে নিজের সাথে ক্যামেরা রাখবেন আর আকাশের দিকে তাকিয়ে হাঁটবেন৷ কেননা সাথে ক্যামেরা থাকলে আর আকাশের দিকে চোখ রাখলে ইন্টারেস্টিং কিছু একটা চোখে পড়তে বাধ্য৷ তারপর শুধু ক্লিক করলেই হল: চমৎকার একটা মেঘের ছবি পাওয়া যাবে৷”
একটু কল্পনাশক্তি থাকলে ক্লাউডস্পটারদের ইন্টারনেটে পোস্ট করা ছবিগুলোতে নানা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়৷ গ্যাভিন প্রিটর-পিনি এই সব ছবি সংকলন করে একটি বইও বার করেছেন৷
বার্লিন ফ্রি ইউনিভার্সিটির আবহাওয়া বিশারদ হেনিং রুস্ট-এর কাছে মেঘ দেখাটা শুধু সময় কাটানোর পন্থা নয়৷ তিনি মেঘ দেখে আবহাওয়ার পরিস্থিতি বুঝতে পারেন৷ তিনি জানেন, বিভিন্ন ধরনের মেঘ কী ভাবে তৈরি হয়।
আমরা ছোটবেলায় পড়েছিলাম কিন্তু মেঘ এর প্রকারভেদ মনে আছে? মনে না থাকলে আরেকটু মনে করায় দেই। নিচের ছবিতে মেঘ এর প্রকারভেদ গুলা উচ্চতা অনুসারে দেওয়া আছে। আমি কিছু কিছু চিনি এখন দেখলে। তবে অন্য সব কিছুর মত ক্লাউড স্পটিং ও চর্চার ব্যাপার
�