২৪৬/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ৩১, ২০১৫

ছোটদের স্প্যানিশ শিক্ষা ২

আমি ঠিক করসি সপ্তাহে দুই দিন স্প্যানিশ নিয়া লিখুম। মুলত শুক্কুরবার আর শনিবার রাইতে। নাইলে প্রত্যেকদিন স্প্যানিশ শিখাইতে গেলে আগ্রহ জাইবো গিয়া আর এই দায়িত্ব কঠিন মন হইব।

আজকে শেখা শুরু করবো খানা খাদ্য দিয়া। সামান্য ফল ফ্রুট আরকি। তবে একটি বিশেষ মোবাইল ফোন এর ব্যবহার কারি রা খুশি হয়া যাবে দেখলে। আজকের প্রথম শব্দ,

Apple
যার স্প্যানিশ হইল, Manzana (উচ্চারন মানজানা)
তাইলে আপেলটি বা The Apple এর স্প্যানিশ হইল La Manzana ( লা মানজানা)
এইখানে আপেল কে নারীবাচক শব্দ ধরা হইসে। স্প্যানিশ ভাষায় এই ব্যাপার টা মজার। এক এক জিনিষ কোন টা পুরুষ বাচক, কোন টা নারী বাচক।
কইসিলাম যে শুরু করুম খানা খাদ্য দিয়া। এখন কথা রাখতাসি। আমাদের আজকের

দ্বিতীয় শব্দ,
Eats
যার স্প্যানিশ হইল Come ( উচ্চারন কোমে)

এইটার উদাহরন দেওয়ার আগে আরো দুইটা শব্দ শিখে নেই, তাইলে পরের উদাহরন টা দিতে সুবিধা হইব। এই দুই টা শব্দ হইল,
He এর স্প্যানিশ হইল Él (উচ্চারন এল)
She এর স্প্যানিশ অইল Élla ( উচ্চারণ এইয়া)
তাইলে ,
He Eats Apple = Él Come la manzana ( এল কোমে লা মানজানা)
She Eats Apple= Élla come la manzana (এইয়া কোমে লা মানজানা)

আজকে এদ্দুর ই থাক। স্প্যানিশ আবার শিখবো নেক্সট উইক এ ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *