২৪৫/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ৩০, ২০১৫

ছোটদের স্পেনিশ শিক্ষা ১

আমি অনেক দিন কিছু না করি না। তাই আজকে একটা কিছু না করার দিন কাটাইসি। কিছু না করা দিন মানে হইল যখন “কি কর?” “কি করেন?” “কি করস?” এর উত্তরে বিরাট কনফিউজড হয়া, অনেক খন মাথা চুল্কায়া, পেট চুল্কায়া, আকাশ দেইখা , বাতাস দেইখা, সিলিং দেইখা, সিলিং ফ্যান দেইখা, সিলিং এর কোনার টিকটিকি দেইখাও উত্তর খুইজা না পায়া বলতে হয়, কিছু না। কালকে রাত্রে জ্বর আসছে হঠাত। তেমন আহামরি কিছু না। হাল্কা গা শিরশিরানি আর ফ্যান বন্ধ করলে গরম লাগে ছারলে শীত করে টাইপ জ্বর। কিন্তু যেহেতু বাসাবো আসছি তাই আল্লাদ এর কমতি নাই। সারাটা দিন আজকে বিছানার এক কোনায় আমাদের নীল দেয়ালে হেলান দিয়াই কাইটা গেল। তবে একটা জিনিষ করসি। অনেক কিছু পড়সি। কিছু আতলামি কথা বার্তা এহেড। তাই ওয়ার্নিং দিলাম আগেই।
আমি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখুম ঠিক করসি। যাতে ঘুমাইতে যাওয়ার আগে যদি নিজেকে প্রশ্ন করি, “আজকে নতুন কি শিখসো?” তাইলে একটা উত্তর দিয়া ঠোটের কোনায় একটা তৃপ্তির হাসি নিয়া ঘুমাইতে যাইতে পারি।

এখন শিখতাসি স্প্যানিশ। কি শিখসি সেইটা একটু শিখাই। তাইলে আমার শিখাটাও ভাল হবে।

স্প্যানিশ ভাষায় “এক” বুঝাইতে দুইটা শব্দ আছে। Un (উচ্চারনঃ উন) আর Una (উচ্চারনঃ উনা) । যখন এক এর পরে কোন পুরুষ বাচক শব্দ বসে তখন ব্যবহার করা হয় Un। আর যখন কোন নারী বাচক শব্দ বসে তখন ব্যবহার করা হয় Una. যেমন Un ব্যাডা মানে একটা ব্যাডা আর Una বেডি মানে একটা বেডি। আবার Un ছ্যামরা মানে একটা ছ্যামরা আর Una ছেমরি মানে একটা ছেমরি।

এই ব্যাডা, বেডি, ছেম্রা, ছেম্রি কইতে কেরুম যানি লাগতাসে। তাই এগুলার স্প্যানিশ শব্দ গুলা শিখা ফালাই।

ব্যাডা এর স্প্যানিশ হইল Hombre (উচ্চারণ ওমব্রে)।
তাইলে একটা ব্যাডা এর স্প্যানিশ হইল Un Hombre ( উন ওমব্রে)
বেডি এর স্প্যানিশ হইল Mujer (উচ্চারণ মুখের)।
তাইলে একটা বেডি এর স্প্যানিশ হইল Una Mujer (উনা মুখের)
ছেম্রা এর স্প্যানিশ হইল niño (উচ্চারণঃ নিইনিও)
তাইলে একটা ছেম্রা এর স্প্যানিশ হইল Un niño (উন নিইনিও)
ছেম্রি এর স্প্যানিশ হইল niña (উচ্চারণঃ নিইনিয়া)
তাইলে একটা ছেম্রি এর স্প্যানিশ হইল Una niña (উনা নিইনিয়া)

Un এবং Una এর ব্যাপার টা আশা করি কিলিয়ার হইসে। এরম ছেম্রাটি বা বেডাটি বা ছেম্রিটি বা বেডিটি বুঝাইতেও স্প্যানিশ ভাষার দুইটা আলাদা শব্দ আছে। La এবং EL । El বসে পুরুষ বাচক শব্দের আগে আর La বসে নারী বাচক শব্দের আগে। উপরের ছেম্রা ছেম্রি বেডা বেডি গুলা La এবং El ব্যবহার কইরা লিখলে এরম হইব।
ছেম্রাটি El niño (এল নিইনিও)
ছেম্রিটি La niña (লা নিনিইয়া)
বেডাটি El Hombre (এল ওমব্রে)
বেডিটি La Mujer (লা মুখের)

শেষ যেইটা শিখসি আজকে তা হইল ইংরেজি তে যারে কয় I am , স্প্যানিশ এ তারে কয় Yo soy (ইয়ো সয়)। তাইলে উপ্রে যা শিখসি তা ব্যবহার কইরা আমরা এই গুলা লিখতেই পারি এখন।

আমি একটা ছেম্রা Yo soy un niño (ইয়ো সয় উন নিইনিও)
আমি একটা ছেম্রি Yo soy una niña (ইয়ো সয় উনা নিনিইয়া)
আমি একটা বেডা Yo soy un hombre (ইয়ো সয় উন ওমব্রে)
আমি একটা বেডি Yo soy una mujer (ইয়ো সয় উনা মুখের)

আজকে এইটুক ই শিখসি আমি। আরো শিখলে আবার শিখাবো নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *