২৪২/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ২৭, ২০১৫


ধরুন একদিন মনে হল, কি লিখবো আজকে? অনেক জ্ঞ্যান দেওয়া হলো, অনেক শিল্পকলার কথা বার্তা হলো, আজকে কি হলো না হলো তা নিয়ে আলোচোনা হলো, আর কত? প্রতিদিন একি জিনিষ লিখলে তো ভবিষ্যত এর আমি , বর্তমানের আমি টাকে বকবে অনেক। উৎসাহী পাঠিক সবাইকে সুনিয়ে জোড় জোড় এ বলবে, দেখ কি ফাকিবাজ। দেখ, দেখ।

কিন্তু প্রতিদিন লেখা আসে না আসলেই। লিখতে বসার আগ পর্যন্ত মাথা ফাঁকা থাকে। লিখতে বসলে আমি আমার ভাল লাগে করতে এরকম একটা বিষয় নিয়ে ভাবতে থাকি। ইন্সপায়ার্ড লাগে। তখন লিখতে শুরু করি আর শেষ হয়ে যায়। বিষয় ঠিক না থাকলে চোখের উপর ঘুম পাড়ানি মাসি পিসি পোল ড্যান্স করে। তাদের পারায় চোখ বন্ধ হয়ে আসে বার বার। আমার চোখের পাতা কি ওয়েট গেইন করসে অনেক। এত ঘুম পায় কেন খালি?

আজকে একটা ভাল দিন ছিল। যদিও এটাকে প্রচন্ড মন খারাপ দিন করে দেয়ার যথেষ্ট কর্পোরেট কারণ ছিল। কিন্তু না পারে নাই। আশাবাদী মন সেই সব কে পাত্তা পুত্তা দ্যায় নাই। সব চেয়ে ভাল ছিল সন্ধ্যা টা। কপাল গুনে আজ পুর্নিমা। চাঁদ টা অনেক সৌভাগ্য ও ঘাড়ে কইরা আনছে মনে হইসে।

আমি আর লিখবো না আজকে। কালকের রান্না করা খাবার দাবার গরম করব। তারপর খাবো। তারপর ঘুমায় যাবো।

অনলি ঘুম ইজ রিয়েল।
বাকি সব রিয়েলিটি।
গুন বললে ঠিকাছে সব
দোষ ধরলেই খিটিমিটি।
এই দুনিয়া সারকাস
তাই আমিও সারকাস্টিক
দেশের প্যাডে গ্যাস ভরা
আর আমগো প্যাডে গ্যাস্টিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *