২৪১/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ২৬, ২০১৫

আমি আই বি এ তে ভর্তি পরীক্ষা দিসিলাম সবার দেখা দেখি। কিন্তু পড়ার কোন ইচ্ছা ছিল না। রিজু দিতাসিল তাই দিসিলাম। টিকি নাই। কারন জানতাম যেইখানেই পড়ি কম্পিউটারেই পড়ুম, যে জন্য ইণ্টার এ বায়োলজিই নেই নাই। রিজু টিকসিল আই বি এ তে। আর আমি ভর্তি হইসিলাম আহসানুল্লাহ তে। সেকেন্ড ইয়ার এ আমার ক্লাস এর পোলাপান আমারে এক ঘরে করসিল। ক্যান করসিল তা আগের লেখা গুলায় অনেক বার বলসি। তাই ক্লাস এর পর আড্ডা উড্ডা দিতে আমি আই বি এ গিয়া বইসা থাকতাম। রিজুর ফ্রেন্ড রাও আমার পরিচিত হয়া গেসিল। যদিও এত স্মার্ট সব পোলাপান এর মধ্যে আমি এক ধান খ্যাত পাট খ্যাত গিয়া বইসা থাকতে নিজেরি অনেক লজ্জা লাগতো।

একদিন রিজু বলল , তাহসান ভাই দের ব্যাচ এর সমাবর্তন, একটা গ্রাজুএশন সং লাগবে। এইটা এমন একটা সময় এর কথা বলতেসি যখন মাত্র ব্ল্যাক এর প্রথম এলবাম বাইর হইসে। ফেসবুক বইলা কিছু নাই। সিডি , ক্যাসেট এবং উইন এম্প এ শোনা এম পি থ্রি এর সুন্দর সহাবস্থান বিরাজমান। বাচ্চারা, উইন এম্প একটি এম পি থ্রি বাজানোর সফটওয়্যার। আমরা এম পি ত্রি বাজাইতে উইন এম্প ব্যবহার করতাম এবং “শিক্ষামুলক” ভিডিও দেখার জন্য হিরো মিডিয়া প্লেয়ার, জেট ওডিও ইত্যাদি ব্যবহার করতাম।

যাই হোক আপু সমাজ তখনও তাহসাআ আ আন বইলা অজ্ঞ্যান হইতে শেখে নাই কারন তখনো তারা ফ্রক পইরা স্কুল এ যায়। আমরা ডাকতাম তাহসান ভাই। বলা মাত্র আই বি এর ছোট মাঠ এর পাসে (এখন যেইটার নাম ফুটসোল মাঠ) বইসা বইসা গ্রাজুয়েশন সং এর প্রথম লাইন গুলা লিখলাম।

“এই তো আকাশ আমাদের
সব স্বপ্ন ওড়াবার
তুমি আমার হাত বাড়ানো
দিগন্ত ছোয়ার
ফিরে পাওয়া নিজেকে
এক নতুন দিনে আবার”

গিটার সাথেই ছিল। রিজু ইন্সট্যান্ট একটা অনেক সুন্দর সুর দিয়া ফালাইলো। কিন্তু এই রকম একস্টিক ভার্সন দিয়া তো হবে না, আরো ইন্সট্রুমেন্ট এড কইরা কম্পোজ করা লাগবে। রিজু বলল, চল তাহসান ভাই এর বাসায় যাই। এক সকালে ভারসিটি বাংক মাইরা আমি আর রিজু তাহসান ভাই দের মিন্টো রোড এর বাসায় গেলাম। অনেক সুন্দর ছিল বাসা টা। উনার রুম এ বিছানার উপর বিরাট এক কি বোর্ড। কারন উনি পিয়ানো বাজাইতেন।

রিজু যতটুকু হইসে গান একস্টিক এ বাজায় শুনাইলো। তাহসান ভাই বলসিল, “বাহ, লিরিক্স টা দারুন। মজা করে করা যাবে গান টা”। তারপর দুইজন মিলা গানটা কম্পোজ করতে বইসা যায়। গিটার বাদে বাকি সব ট্র্যাক (ড্রামস, ব্যাকাপ পিয়ানো, স্ট্রিংস) তাহসান ভাই কি বোর্ড দিয়া দিসিল আর গিটার সেকশন রিজু আর আইকন্স এর গিটারিস্ট শওকাত মিলে করসিল।

শেষ মেষ আরো দুইটা ভার্স যোগ করার পর গানটা দাড়াইসিল এমন

“এই তো আকাশ আমাদের
সব স্বপ্ন ওড়াবার
তুমি আমার হাত বাড়ানো
দিগন্ত ছোয়ার
ফিরে পাওয়া নিজেকে
এক নতুন দিনে আবার ।।
আজ স্বপ্ন সত্যি হবার বেলায়
ভেসে যাবো মেঘের ভেলায়
আকাশে এই কথা দিয়েছি
তবু যাবার আগে যাচ্ছি বলে
মনে পড়া কথার ছলে
তোমার কাছেই উড়তে শিখেছি।
আমরা সবাই মিলে একটা ছোট
গড়ছি মালা মনের মতো
হচ্ছে শুরু নতুন রুপকথা
মনের ইচ্ছে গুলো এলোমেলো
না ফোটা ফুল হয়েছিল
তোমার বনে আজ ফুটলো তা।“

গানটা আমার কাছে আছে কোথাউ, কোন একটা হার্ড্ডিস্ক এর চিপায়। খুইজা দেখতে হবে। এইটা সহ আই বি এর জন্য গান লিখসি আমি মোট দুই টা। তাহসান ভাই রা ছিল আই বি এর এইটথ ব্যাচ সম্ভবত। আর রিজু রা ছিল এগারো বা বারো। চারবছর পর , রিজুদের ব্যাচ এর সমাবর্তন এর জন্য আমি আরেকটা গান লিখি যেই টা পরে টিভির একটা নাটকেও ব্যবহার করা হইসিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *