লেখার তারিখঃ অক্টোবর ২০, ২০১৫
ভালবাসা মানে সে যখন সবসময় আমার জন্য কিছু করতে চায়।
ভালবাসা মানে তার কখনোই আমার কাছে খালি হাতে না আসা।
ভালবাসা মানে একটু একটু জোর করা।
ভালবাসা মানে চল ঘাসের উপর খালি পায়ে হাটি।
ভালবাসা মানে তার কাছে গেলেই ছুটির দিনের আমেজ।
ভালবাসা মানে সবকিছু একটু বেশি মিষ্টি।
ভালবাসা মানে সব কিছুর জন্য একজন আর একজন এর জন্য সব।
ভালবাসা মানে আজ যাত্রা হবে শুভ।
ভালবাসা মানে হঠাৎ এক সাথে ডায়েটিং শুরু।
ভালবাসা মানে স্পর্শে তোমার মন দোলনা।
ভালবাসা মানে উড়ে যাওয়া একসাথে।
ভালবাসা মানে কখনো দূরত্ব হয়ে যায় প্রভাবক।
ভালবাসা মানে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়া অনেক গুন।
ভালবাসা মানে সমস্যা তার চিন্তা আমার।
ভালবাসা মানে তার শখ গুলো আমার গুলোর চেয়ে আগে পূরন হওয়া দরকার।
ভালবাসা মানে সেই সারা জীবন এর সঞ্চয় মুহূর্ত টা।
ভালবাসা মানে পৃথিবীটা বাঁচাবো এক সাথে।
ভালবাসা মানে ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম।
ভালবাসা মানে জীবন ঝড়ে আমাদের নোঙ্গর।
ভালবাসা মানে তুমি আমি এক দল।
ভালবাসা মানে জীবনের ছুড়ে দেয়া তীর পাথর থেকে আড়াল।
ভালবাসা মানে ফোন এলে মনের কোণে হাসি।
ভালবাসা মানে ঘুম ঘুম হ্যালো।
ভালবাসা মানে তার বুঝতে না পারা বিষয়ের গল্পও কত ভাল লাগে।
ভালবাসা মানে তার জন্য উপহার কেনার আনন্দ।
ভালবাসা মানে অল্প হেটেই অনেক দূর।
ভালবাসা মানে আমি আছি তো।
ভালবাসা মানে নিজেরা নিজেদের জন্য ঠিকঠাক , বাকি সব জাহান্নামে যাক।
ভালবাসা মানে এখনো চিঠি লেখার অভ্যাস।
ভালবাসা মানে দুজনের অমিল গুলোও যখন থাকা দরকার ছিল মনে হয়।
(টু বি কন্টিনিউড … )