২৩৩/৩৬৫

লেখার তারিখঃ অক্টোবর ১৮, ২০১৫

ঘুমে পইড়া যাইতে যাইতে আন্দা গুন্ডা বিরাট একটা নোট লিখসিলাম। লেখা শেষ ও হইসিল। তারপর কপি করতে গিয়া কি জানি আন্দাজি টিপ্পর্ছে। আর সব গেছে মুইছা। থাক ব্যাপার না, লাইফ ইজ এ শিট, অ্যান্ড লাইফ হ্যাপেন্স।

চোখ ভাইংগা এত ঘুম আসতাসে যে যুদ্ধ করতে হইতাসে নিজের সাথে জাইগা থাকার জন্য। আজকে সব বন্ধ থাক। শুধু ঘুমানোটা জেগে থাক ঘুমায় ঘুমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *