লেখার তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ | ১২.২২ এ এম
ছোটদের পিয়ানো শিক্ষা ৩
আজকের লেখা পড়ার পর আমরা পিয়ানোর সব গুলা সাদা কি এর নাম বলতে পারবো। আমরা আগে সাদা কি গুলা শিখি। তারপর কালো কি গুলার নাম জানা এক সেকেন্ড এর ব্যাপার মাত্র। ইন ফ্যাক্ট এখনি বইলা দেই, কালো কি গুলার নাম হয় তার আগের বা পরের সাদা কি টার সাথে সম্পর্কিত। এই বিষয়ে আরো বিস্তারিত তে পরে আসতাসি।
আগের দিন আমরা পিয়ানো তে C নোট টা শিখসিলাম। যদি মনে না থাকে তাইলে এই খানে C নোট টার একটা ছবি আবার দিলাম।
পিয়ানোর মজা টা হইল একটা নোট খুইজা পাইলে বাকি গুলা পর পর আস্তে থাকে। এই যে আমরা C নোট শিখলাম, এইটার ঠিক পাশের সাদা কি টাই হইলো D নোট। অর্থাৎ কিনা D নোট হইল এইটা
D এর পাশের সাদা কি টা কি নোট হবে তাইলে? অফকোর্স E.
তার পাশের টা? F
তার পাশের টা? G.
এই ভাবে একদম পর পর A আর B। তারপর আবার C, D, E , F… এরকম।
তাইলে এখন আমরা পিয়ানোর সব গুলা সাদা কি এর নোট টার নাম জানি। যা দেখতে এরকম
কালো কি গুলারে ব্যাপারে আগেও বলসি যে এগুলার নাম হয় সামনের সাদা কি দিইয়া। যেমন আমরা যদি সাদা কি এর নাম টা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ঠিক তার পরের কালো কি টাই হইলো ওই নোট এর শার্প। যেমন এমন
আবার সাদা কি টার ঠিক আগের কালো কি তাই হইল ওই স্কেল এর ফ্ল্যাট। ফ্ল্যাট বুঝানো হয় b এই সাইন দিয়া। যেমন নিচের ছবিটা দেখলে আরো বুঝা যাবে
আজকের বাড়ির কাজ হইল, একটা পিয়ানো লেয়াউট এর ছবি গুগলে সার্চ দিয়া বাইর কইরা সব গুলা নোট এর উপর আঙ্গুল রাখি এক এর পর এক ।
যেহেতু “নোট” ধারণটা আই গেস পরিষ্কার হইসে, তাই হোপফুলি আগামী ক্লাসে আমরা স্টাফ নোটেশন না রিটেন মিউজিক নিয়া আলাপ আলোচুনা করব।