১৯১/৩৬৫

লেখার তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৫ । ১০.৪১ পি এম

ফেসবুকের গ্রুপ গুলা খুবি আজিব জায়গা। দুই দিন খুব ভাল মত চলে। তারপর কারো কারো মনে হয় এই গ্রুপ খ্রাপ। এর চেয়ে আমরা নিজেরা করলে আরো ভালো গ্রুপ চালাইতে পারুম। তারা ওই গ্রুপ থেইকা বাইর হয়া বা না বাইর হয়া আরেকটা গ্রুপ খুলে। তার কয়দিন পর তাদের মধ্যে থেইকা আবার কয়েকজন বাইর হয়া আরেকটা গ্রুপ খুলে । এমনে চলতেই থাকে। এডমিন হওয়ার পাওয়ার মনে হয় খুব লোভনীয়। সবার উপর কন্ট্রোল করতাসি টাইপ ফিলিংস আসে।

তা ওরা করতে থাকুক যা ইচ্ছা। ওদের যদি এইটাই করতে ভাল্লাগে। কিন্তু প্রব্লেম হয় সাধারণ মেম্বার দের। এদের রাজনৈতিক দলের সভার মত মাঝে মাঝে জোর কইরা আইনা ঘার ধইরা ঢুকানো হয় গ্রুপ এ। হটাত নোটিফিকেশন অমুক হ্যাস এডেড ইউ টু তমুক গ্রুপ। আমার কাছে এইটা খুবি বিরক্তিকর লাগে। আজকে সকালে এরম একটা ঘটনা হইসে।

চুপচাপ শান্তিমত অফিস করতাসি এমন সময় একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন পইরা আরেকটু হইলে চেয়ার নিয়া উলটাইয়া পরতাম। শরীরে হাত দিয়া দেখলাম সব ঠিক আছে কিনা। কিন্তু তবু বিশ্বাস হইতাসিল না। দুয়া কালাম পইরা বুকে ফু দিলাম। তারপর আবার ঠাণ্ডা মাথায় দেখলাম। এবং আবারো আতঙ্কে হাত পা ঠাণ্ডা হয়া গেল। নোটিফিকেশন টা ছিল,

অমুক হ্যাস এডেড ইউ টু দা গ্রুপ “স্বেচ্ছায় কিডনি দান”

বাই, কিডনি দান একটি খুবি মহৎ কাজ। কিন্তু আমি এখনো স্বেচ্ছায় কিডনি দান এর কোন প্ল্যান করি নাই। এরুম জুর কইরা এইসব গ্রুপ এ এড না করলে কি হয় না। ডর লাগে।

আগে তো তাও “আমরা সবাই ইরাক যাবো, লাদেন ভাই এর খাদেম হব” টাইপ ইভেন্ট এর ইনভাইটেশন আসতো। এখন তো ডাইরেক্ট এড মারা শুরু কইরা দিসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *