লেখার তারিখঃ আগস্ট ২৬, ২০১৫ । ৯.৪৩ পি এম
এইটা আগের লেখারই কন্টিনিউএশন। মুল লেখায় শেষ লাইন ছিল একটা ব্যাড বয় এর মধ্যে কি এমন থাকে যা একটা নাইস গাই এর মধ্যে থাকে না। এই প্রশ্ন টার উত্তর খোজার ট্রাই করি একটু। গতদিন ১ নম্বর লিখসিলাম। আজকে ২ নম্বর।
২ নম্বর পার্থক্যঃ এগ্রেসিভনেস
ব্যাড বয় রা এগ্রেসিভ হয়। ব্যাড বয় রা এসারটিভ হয়। এসারটিভ হয় বলতে আমি বুঝাইসি তারা বেশ কনফিডেন্ট আর স্ট্রং ভাইব দ্যায় সবাইরে। এরা হইল সেই রকম ছেলে যারা কিছু একটা দ্যাখে , বুঝে যে তাদের এইটা লাগবে আর দে গো ফর ইট। তারা সেই সময়টার সদ্ব্যবহার করে যে সময় টা নাইস গাই রা মেয়েটা যদি রিজেক্ট কইরা দ্যায় ওই চিন্তায় চিন্তায় আর কিছুই করতে পারে না।
নাইস গাইরা অবশ্য পরোক্ষ এগ্রেসিভনেস এ বেশ ওস্তাদ হয়। কারন তারা রিস্ক নিতে চায় না। আর তাদের সব চেষ্টা সামাজিক যোগাযোগ ব্যাবস্থা ব্যাবহার কইরা যদি কিছু করা যায় সেই চিন্তায় সীমাবদ্ধ হয়া যায়। মেয়েটার জন্য “কিছু” করা কে তারা সবচেয়ে ভাইটাল অস্ত্র বইলা মনে করে। যেমন মেয়েটারে একদিন শপিং এ নিয়া গেল, অথবা নোট যোগার কইরা দিল, অথবা ছোটখাট বিষয় যেমন রিকশা ডাক দিয়া দিল এরকম। বাকের ভাই এর কথা মনে আসে? মুনা কে ইমপ্রেস করার জন্য যা কিছু করত তার সবই প্যাসিভ এগ্রেসিভনেস এর ক্লাসিক উদাহরণ।
এই কাজ টা নাইস গাই রা ক্যান করে? আপাত দৃষ্টি তে মনে হয় এবং তারা নিজেরাও তা মনে করে যে, এইটা তারা করে কারন তারা টু কাইন্ড। তাদের দিল এ কুনো রক্ত নাই, সব গোলাপি গোলাপি ভালুবাসা দিয়া ভর্তি। কিন্তু আসলে তা না। আসলে তারা এগুলা করে কারন অবচেতন ভাবেই তারা মনে করে যে এই টা করলে মেয়েটা তার প্রতি অব্লিগেটেড ফিল করবে।
কিন্তু ব্যাড গাই রা কি এগুলা করে না? করে । কিন্তু মনে রাখতে হবে, ব্যাড গাই রাইরাই একমাত্র তারা , যারা এগুলা কইরাও আসলে কিছু পদক্ষেপ ন্যায় মেয়েটার বেপারে। নাইস গাই দের মত মেয়েটা প্রথম স্টেপ টা নিবে তার জন্য অপেক্ষা কইরা দিন, মাস এমন কি বছর পার কইরা দ্যায় না।
এগ্রেসিভনেস এর ছোট আরেকটা উদাহরণ দেই। একটা নাইস গাই আর একটা ব্যাড বয় রে বলা হইল, “মেয়েটার কিন্তু বয়ফ্রেন্ড আছে”। নাইস গাই বলবে, হ্যাঁ জানি তো, ও খুব ভাল ছেলে, আমার সাথে ফ্রেন্ডশিপ আছে। আই উইশ অল দা বেস্ট টু দেম। অদের কোন হেল্প লাগলে আমাকে বইল। আর ব্যাড গাই বলবে, আরে রাখ তোর বয়ফ্রেন্ড। ওই সব একটু আধটু থাকেই। কত বয়ফ্রেন্ড আইতে যাইতে দেখলাম। আমার সাথে দেখা হয় নাই তো এতদিন, তাই ঐ ভুসা মাল এর লগে একটু ঘুরা ঘুরি করসে আরকি। ব্যাপার নাহ। ওরে ওর ভাই বানায়া ফালামু। আর ওরে তো আমি আমার বানায়াই ছারুম।
নাইস গাই রা সুযোগের অপেক্ষা করে আর ব্যাড বয় রা নিজে সুযোগ তৈরি করে।