লেখার তারিখঃ আগস্ট ১৩, ২০১৫ । ১১.২১ পি এম
আজকে আমি নারায়ণগঞ্জ গেসিলাম। আমার কাছে শহরটা ভাল্লাগে নাই। এত মানুষ। আর এত যানবাহন রাস্তায়। জ্যাম আর জ্যাম। কিন্তু নদীর পারে গিয়া সব ক্ষমা কইরা দিসি। কি সুন্দর একটা নদী। জীবন্ত একদম। রাস্তায় এত গাড়ী আর মানুষ দেইখা যত অস্থির লাগতাসিল নদীতে তার প্রায় সমান নৌকা, বার্জ, লঞ্চ আর মানুষ দেইখা তত টাই ভালা লাগসে। মনে হইতাসিল এই গুলা না থাকলে একটুও মানাইতো না। আর দেখসি অনেক উপর থেইকা। ২০ তালার উপর থেইকা। আমাদের একটা সাইট এ গেসিলাম। ভিউ দেইখা মনে হইসে ওই খানেই থাইকা যাই। সাইট ঝাড়ু টারু দেয়ার লোক নিলে এপ্লাই করুম নাকি ভাবতাসি। সুন্দর কইরা বি টি এস রুম ঝাড়ু দিলাম। নেকরা দিয়া মাইক্রোওয়েভ এন্টেনা মুইছা চক চক কইরা রাখলাম। ঝড় আইলে পোল ধইরা হাগ কইরা থাকলাম যাতে লারা চারা না করে। আর সারাদিন নদীর ছবি তুললাম। আহা কত্ত মুজা হইত।
কালকে শুক্রবার। বাংলার ঘরে ঘরে ছুটি । কিন্তু আমার অফিস যাওয়া লাগবে। আজকে তো সাইটের কাজে গেসিলাম তাই কতগুলা কাজ জমসে। অগুলা কালকে গিয়া করা লাগবে। ভাবতেই অইত্যান্ত আনন্দ হইতাসে। শুক্রবার অফিস করাটা অভ্যাস হয়া যাইতাসে ধীরে ধীরে, ভাবতে ভালই লাগে। ছুটি দিয়া কি হইব। ভেচেলর মাইনসের আবার ছুটি কিয়ের। বাজার করা লাগে না, পোলাপান রে চুল কাটাইতে নিয়া যাওয়া লাগে না, “তুমি আমাকে সময় দেও না” শুনা লাগে না। ঠিকই আসে। আর আমি এ মর্মে প্রত্যায়ন করিতছি যে, আমারে কালকে অফিসে যাইতে কেউ বাধ্য করে নাই। আমিই স্ব-ইচ্ছায়, প্রফুল্ল চিত্তে, মোটিভেটেড মনে অফিসে যাইতেছি। আমি টাইম ম্যানেজমেন্ট এ ভাল না, তাই আমার শুক্রবার এ কাজ কইরা কাভার দিতে হয়। আমার প্রতিটি কলিগ অত্যন্ত এফিসিয়েন্ট এবং আমি যারপরনাই লজ্জিত যে আমি তাদের সাথে খেইলা তাদের মত গোল দিতে পারি না তাই আমার এক্সট্রা টাইম খেলতে হয়।
Lao Tzu মানে ষষ্ঠ শতাব্দীর একজন চৈনিক দার্শনিক বইলা গেসেন,
“”To attain knowledge add things every day. To attain wisdom remove things every day”
আমি মনে হয় নলেজ পার হয়া অয়াইজডম এর স্টেজ এ যাইতেই পারি নাই এই জীবনে। স্পিকিং অফ নলেজ, আজকে একটা জায়গায় পড়তাসিলাম, ইংল্যান্ড এর টেক্সি ড্রাইভার দের লাইসেন্স পাইতে হইলে একটা অনেক কঠিন পরীক্ষা দিয়া পাস করতে হয়। এই পরীক্ষার নাম দা নলেজ। অনেকের নাকি দশ বারো বছর ও লাগসে এই পরীক্ষায় পাস করতে। এই পরীক্ষায় লন্ডনের প্রতিটা গলি, রাস্তা, ল্যান্ডমার্ক এর নাম এবং ঠিকানা জানতে হয় এবং এই পরীক্ষার উদ্দ্যেশ্য হইল ক্যাব ড্রাইভার রা যাতে ম্যাপ বা জি পি এস ছাড়া যে কোন জায়গায় চইলা যাইতে পারে। আর এই পরীক্ষা ইদানিং কালে শুরু হয় নাই। শুরু হইসে ১৮৬৫ সালে। ঘুরার গাড়ির আমলে আই গেস।
আল্লাহ পাক আমার জ্ঞ্যান বৃদ্ধি করুক। রাব্বি জিদনি এলমা। অজ্ঞান লোকজন রে প্রতিদিন সহ্য করারও শক্তি দান করুক। আর সব মহান স্বার্থপর, ব্যাকবাইটিং মানুষ কে আল্লাহ সুখে রাখুক। হেরা এডি কইরা মজা পাইলে পাক। আমি তো আর ওদের লেভেলে নামতে পারি না চাইলেই।