লেখার তারিখঃ আগস্ট ১২, ২০১৫ । ১১.১৪ পি এম
অনেক দিন অর্থ হীন কিছু লেখা হয় না। সব লেখা খুব ফরমেটি হয়ে যাচ্ছে। সারাদিন এর বৃত্তান্ত, নিস্বার্থ গিয়ান বিতরণ হচ্ছে। আমি হইতাসে, যাইতাসি, খাইতাসি না বলে বলছি, হচ্ছে, যাচ্ছি, খাচ্ছি। এই টা হয় যখন আমি আমার চামড়ার ভিতর অনেক আরাম প্রিয় হয়ে যাই। সারাদিন কি করলাম মনে করে করে লিখে দেওয়া। এইটা কে না পারে। এইটাতে নতুন কিছু কই। যেদিন বলার মত কিছু থাকে না সেদিন পুরানো কোন ঘটনা মনে কইরা বইলা দেওয়া। এই ভাবে আর কত দিন। এই গুলা হইল ফাকি বাজি। খাটি নির্ভেজাল ফাকিবাজি।
অথচ এরকম কথা ছিল না। কথা ছিল লেখা হবে যা বলতে পারি না সহজে। লিখতে পারার কথা ছিল কে কি মনে করবে কিছু না ভাইবাই। কিন্তু আমার লেখাকেও ভয় পায় কেউ কেউ এখন। মুখ ফসকে একটা কথা বলে ফেলে আর তারপর আমার দিকে তাকিয়ে বলে, “তুমি আবার এই সব ফেসবুকে লিখে দিও না যেন” আমি লিখলেই কি। এক দুই দিন এর বেশি কে মনে রাখবে সেটা। তবু মানুষ ভয় পায় খবর হওয়ার। এইটার নাম এমনি এমনি নিউজ ফিড হয় নাই। এই খানে আমরা এক একটা হেড লাইন। আমাদের স্ট্যাটাস এক একটা রগ রগে নিউজ। আমাদের উঁকি মারা অন্য একটা জীবনে শুধু নিজের জীবন নিয়া ফিল গুড করার জন্য।
বই পড়াও হইতেসে না ঠিক মত। Stars বই টা পড়া শুরু করসিলাম। পচিশ পৃষ্ঠায় আইসা আটকায় গেসি। আর আগে যাইতে পারতেসি না। কারণ মনে হয় যত টুকু পড়সি সেইটা বুঝসি কিনা বুঝার জন্য লিখে ফেলাটা জরুরি। কিন্তু লিখতে গেলে মনে হয়, উহু কি পড়সি কিছুই তো বুঝতাসি না। তাই আবার একটু পড়ি। একটু পড়লেই আমার মাথা গরম গরম লাগে। তখন আবার থাইমা যাই। এই জন্য প্যারালালি অনেকগুলা বই পড়া শুরু করুম ভাবতাসি। তাইলে একটা ভালা না লাগলে আরেকটা লয়া গড়াগড়ি করুম।
চলার মধ্যে শুধু একটা জিনিশ ই চলতাসে , আর সেইটা হইল হাটা হাটি টা। কিন্তু বাসায় ঢুকার পর অনেক কিছু করুম ভাইবা আসি কিন্তু কিছুই করা হয় না। ঘুমে চোখ ভাইঙ্গা আস্তে থাকে। আমি ঢুলতে ঢুলতে ল্যাপটপ এর মনিটর এর দিকে টাক খাইসি কয়েক বার। তারপর “কোনমতে” আজকের নোট লিখা, ১২ টা বাজার আগে পাবলিশ করা। কি বিসরি রুটিন ।
তাই লেখা লেখি ও “কনোমতে” হয়া যাইতাসে।এইটা পালাটানি লাগবো। ঘুম টা একটু কম হইলে ভালা হইত। ১০ টা না বাজতেই চোখ বন্ধ হয়া আসে। ঘুমের মধ্যে আন্দা গুন্দা কি যে লিখি। কোন দিন দেখা যাবে মাথা মুণ্ডু ছাড়া কিছু শব্দ লিখে রাখসি কারন লেহার মাঝখানে আমি ঘুমায় গেসিলাম। এই টা আমি সম্প্রতি আবিষ্কার করসি আমি ঘুমের মধ্যেও লিখতে পারি। কিন্তু সেইটা কোন বাক্য হয় না। কিছু শব্দ বসে খালি পাশা পাশি।