লেখার তারিখঃ জুলাই ১৮, ২০১৫ । ১০.৪৮ পি.এম
সোওওওওওউ … ঈদ শেষ। হোয়াট এ বামার , হাহ? এত দিন ধইরা এত হাইপ, এত প্ল্যান, এত রুটিন চেঞ্জ, এত পিয়ার প্রেশার সব শেষ। ইউ নো, কল মি এ পেসিমিস্ট, কিন্তু আমার কাছে ঈদ একটা ওভার রেটেড থিং মনে হয়। একটা দিন এর জন্য কত কিসু। আর কানের কাছে ক্রমাগত পিড়িং পিড়িং বাজে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই দিন খুশি হইতেই হবে। মাস্ট, না হইলে তুমি একটা ক্রিপ। আর বলা হয় ঈদ মানে সামথিং টু সেলিব্রেট। কিন্তু আমি খুইজাই পাই না হোয়াট ইজ দেয়ার টু সেলিব্রেট? আর রুজা রাখা লাগবে না, আর শেষ রাইতে উইঠা খাইতে হবে না, আর ঘুমের রুটিন উলটা পালটা হবে না? এই টা?
ছোট বেলায় যখন ঈদের দিন কান্তাম (কোনও বিশাল আবেগি কারণে না, হয়ত পইড়া গিয়া উষ্ঠা খাইসি অথবা নামাজ পরতে গিয়া আবেগে মুইত্তালছি আর বাবা সারা রাস্তা বকতে বকতে আনছে) আম্মা বলতো, আল্লাহ ইথু, ঈদের দিন কাঁদতে হয় না। আজকে আমি দেখসি আমার আম্মা ঈদের দিন কান্তাসে। আগের ঈদ এ আমার মৃত নানুর জন্য কানসিল, এই ঈদে আমার অস্ট্রেলিয়া চইলা যাওয়া বইনের জন্য কানসে। দ্যাট টেন ইয়ার ওল্ড মি, এখন আম্মা কে দেখলে হয় তো অবাক হয়া তাকাইয়া থাকতো। কি অদ্ভুত, কান্দে ক্যান?
আমি ঘুমাইতাসিলাম। সেহরি উঠতে হয় নাই, তাই আন্তনগর ট্রেন এর মত বিরতিহীন চলতাসিল ঘুমের গাড়ি। হঠাত কি জানি হইল, সব পরিষ্কার মনে নাই, আবছা আবছা মনে আসে , বাবা চিল্লাইতাসিল, এখনো ঘুম থেইকা উঠে নাই, জামাত শুরু হয়া যাইতাসে, আর আমি গোসল করতাসি, আর পাঞ্জাবি টাঞ্জাবি পইড়া বাবার পিছে পিছে জম্বির মত দৌড়াইতাসি।
মসজিদে গিয়া জায়নামাজ বিছাইয়া বসার পর আমার খেয়াল হইল, আমি আর বিছানায় নাই। একটা খালি মসজিদ এর প্রথম কাতারে আমি আর বাবা বইসা আসি। মসজিদ এর মুয়াজ্জিন হুজুর ঝারা মুছা করতাসে। আমি ঘড়ির দিকে তাকাইলাম , সকাল না থুক্কু ফ্রিকিং ভোর ছয়টা তের বাজে। আমি জানি যে ঈদের জামাত সারে সাতটায়। বাবার দিকে তাকাইলাম। বাবা খুবি লজ্জা লজ্জা গলায় বলল, পরে আসলে জায়গা পাইতাম না। একটা দীর্ঘশ্বাস ফালায়া আসে পাসে দেখতে থাকলাম। কি আর করব। রাগ তো করতে পারি না । বাবা তো।
নামাজ পড়ার ঘটনা এত ঘুরায় ফিরায় লেখার কারণ হইল, দ্যাট ওয়াজ প্রিটি মাচ মাই ঈদ। এরপর বাসায় আইসা খাটে উইঠা বসছি। হ্যাড এ লঙ রান অফ “হাউ আই মেট ইউর মাদার” সিজন নাইন। ফাইনালি অফিশিয়ালি আই হ্যাভ সিন অল দ্যা এপিসোডস। টেড মোজবির বউ টা কত জোস। আহা। কত কিছু শিখলাম এই সিরিজ টা থেইকা। কালকে থেইকা নতুন সিরিজ, গেম অফ থর্ন্স মে বি?
স্পিকিং অফ কালকে, আগামীকাল আমি আর মহান রাশা বাংলাদেশ বিমানে কইরা নেপাল যাইতাসি ইনশাল্লাহ। এখন পর্যন্ত জানি যে যেখানেই থাবো ওয়াই ফাই ইন্টারনেট থাকবে। কোন ট্র্যাকিং টুর না এইটা। আরামের টুর। আরাম করার টুর। দেখা যাক কি আছে কপালে। আই হোপ আমার ৩৬৫ প্রজেক্ট টা ওইখানে গিয়াও কন্টিনিউ করতে পারবো।