১৩০/৩৬৫
লেখার তারিখঃ জুলাই ৭, ২০১৫ । ১০.৪৫ পি.এম নামাজ পড়া নিয়া ইশকুল লাইফের দুইটা ঘটনার কথা বলি। আফটার ইফতারি যেই হ্যাং হওয়া পিরিয়ড টা যায় ওই সময় ঝিমাইতে ঝিমাইতে মনে হইসে হঠাত । এখন না লিখা রাখলে ভুইলা যামু গা পরে। মতিঝিল আইডিয়াল ইশকুলে পড়ার সময় আমাদের যোহর এর নামাজ ইশকুলে পরতে হইত। দুপুর … [Read more…]