১১৩/৩৬৫

লেখার তারিখঃ জুন ২০, ২০১৫ । ১১.০৩ পি.এম

ছোটদের প্লেন পরিচিতি – ২

 

আচ্ছা মিহি বলতো, একটা প্লেন এ কি কি থাকে?

— এটা তো সোজা। প্লেন এ তো লাইট থাকে, আনটিরা থাকে, আন্টিরা আমাকে ছবি আঁকার জন্য ক্রেয়ন দ্যায়, তারপর খেতে দ্যায়। আর মা থাকে, বাবা থাকে। তারপর জানালা থাকে জানালা। তারপর টয়লেট থাকে। মা বলছে এতবার টয়লেট এ গেলে পাইলট আংকেল বকা দিবে।

 

ঠিক। কিন্তু এগুলা তো প্লেন এর ভিতরে থাকে। প্লেন বাইরে থেকে কেমন আর প্লেন এর বাইরের কুনটাকে কি বলে তুমি জান?

— আমি তো জানি না প্যাক প্যাক মামা। আমাকে একটু শিখায় দিবা?

 

শিখাবো তো। এই দেখো জেট প্লেন এর বাইরে থেকে যা দেখা যায় সেগুলার নাম

— ইইইইই। এত কত হিবিজিবিজিবিজিবই। এগুলা  আমি শিখবো না। এগুলা কঠিন।

তুমি কি জান? আমি যখন প্রথম বার দেখসিলাম, তখনো মনে হইসিল এগুলা কেমনে মনে রাখবো, এত্ত কিছু? কিন্তু একটা জিনিষ বুঝতে কঠিন লাগলে কি করতে হয় জান?

 

— কি করতে হয় মামা?

তখন জিনিষ টাকে মনে করতে হয় অনেক গুলা ছোট ছোট জিনিষ দিয়া বানানো। তারপর ছোট ছোট জিনিষ গুলা শিখা শুরু করতে হয়। অগুলা তো ছোট, তাই শিখাও সহজ। এগুলা শিখা হইলে তারপর দেখবা এখন পুরা জিনিষটাই পারো। আর একটুও কঠিন লাগবে না তখন।

 

— আমরা কি প্লেন ও এইভাবে শিখবো মামা?

হ্যাঁ। আমরাও এই ভাবেই শিখবো তো। প্রথমে মুল জিনিষ টা শিখব, তারপর প্রত্যেকটার আলাদা আলাদা ডিটেইল শিখব।

 

— ডিটেইল মানে কি প্যাক প্যাক মামা?

ডিটেইল মানে হইল বেশি বেশি কথা। প্রথমে আমরা প্লেন নিয়া কম কম কথা শিখব। তারপর কম কম কথা ভাল ভাবে শিখা হইলে বেশি বেশি কথা শিখব , আচ্ছা?

 

— আচ্ছা। এখন আমাকে প্লেন শিখাও

শিখাবো। তুমি আগের ছবিটা দেখসিলানা?

 

— হ্যাঁ এ এ। ওই  যে হিবিজিবি হিবিজিবির মাঝখানে একটা কমলা কালার এর প্লেন।

ঠিক। ওই ছবিটাই। আমি ওইটা থেকে বেশি বেশি কথা গুলা বাদ দিয়ে দিসি আর কম কম কথা রাখসি। এখন দ্যাখ ছবিটা

 

 

— হ্যাঁ, এখন তো হিবিজিবি আর নাই। শুধু প্লেন টা আর তিনটা লেখা।

তুমি ঠিক বলেছ মিহি। তুমি ইংলিশ পড়তে পার? বলত এখন প্লেন টার চারদিকে কি কি লেখা

 

— আমি পড়তে পারি তো। এইখানে লেখা Fuselage, Wing আর আমমম Tail

ভেরি গুড মিহি। এই তো পেরেছ। একটা প্লেন এর এই তিনটা অংশ থাকবেই। তাই এই তিনটা অংশই প্লেন এর মুল অংশ বলা যায়। Fuselage, Wing আর Tail. বাকি যা আছে সব এই তিনটার সাথেই/ভিতরেই/নিচেই/উপরেই লাগানো হয়।

 

— ইয়েএএএই, আমি প্লেন এর তিনটা জিনিষ শিখে গেছি। Fuselage, Wing আর Tail।

তুমি তো গুড গার্ল , সে জন্য শিখে গেছো। আরেকদিন গল্প করার সময় আমরা এই তিনটা পার্ট নিয়া আলাদা আলাদা কথা বলব নে। এখন তুমি ঘুমায় যাও।

 

–আচ্ছা প্যাক প্যাক মামা, গুডনাইট

গুডনাইট মিহি বেবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *