৫৮/৩৬৫

লেখার তারিখঃ এপ্রিল ২৬, ২০১৫ । ১১.৩০ পি.এম

আমাদের কেমন মনমরা একটা টাইম জাইতাসে। নেপাল এর এত বড় একটা দুর্যোগ। ওই খানে আমাদের বন্ধু, আত্মীয় রা কি অবস্থায় আসে না আসে। বাংলাদেশেও ভূমিকম্প প্রতিদিন জানান দিয়া যাইতাসে, আমি কিন্তু আসি, এখন চুপচাপ কিন্তু সাউন্ড বাড়াইলে কিন্তু খবর আসে তোগো। আবার পরশু দিন ভোট যেখানে কোন প্রার্থী সম্পর্কেই আমরা তেমন কিছু জানি না অথচ এদের উপরেই তুইলা দিতে হবে ঢাকার দায়িত্ব। সব মিলায় আমাদের মন ভাল নাই। আমার তো আরো আগে থেইকাই নাই।

নিজেরে নিজে মোটিভেট করার অভ্যাস বসতঃ এই সব সময়ে আমি ইন্সপাইরেশন খুউজা নেই এইখান ওইখান থেইকা। আমার আজকে মনে হইল আমি আর রাশা যখন আড্ডা দেই তখন ওর কাছে অনেক মিউজিসিয়ান দের গল্প শুনি। ওগুলা কিছু কিছু লিখা রাখা দরকার। তাইলে অন্য রাও ইন্সপায়ার্ড হইতে পারবে। এই গল্প গুলার তথ্য সূত্র মূলতঃ রাশা । তবে আমি গুগল সার্চ কইরা ভেরি ফাই কইরা নিসি যে রাশা এগুলা কফি খাইয়া হাইপার হয়া কয় নাই।

শুরু করি লেড জেপ্লিন (Led Zeppelin) এর গিটারিস্ট রে দিয়া। জিমি পেইজ (Jimmy Page)জম্নাইসেন পশ্চিম লন্ডনের একটা সাব আরবান এলাকায়। তার বাপ একটা ফ্যাক্টরি তে এইচ আর ম্যানেজার ছিলেন, আর মা ছিলেন এক ডাক্তার এর এসিস্ট্যান্ট। খুবি ছা পোষা জীবন। জিমি পেজ এর যখন ৮ বছর বয়স তখন তারা একটা নতুন বাসায় শিফট করেন। নতুন বাসায় আইসা জিমি পেজ আগের লোকজন এর রাইখ্যা যাওয়া একটা গিটার পান। তিনি ভাবসিলেন, হুর এই বাতিল মাল লয়া আমি করিব। কিন্তু উনার স্কুল এর কিছু পোলাপানের গিটার বাজানি দেইখা উনি ভাবলেন , আরি আমার বাসা তেও তো এ জিনিষ টা আসে। স্কুলের পোলাপান গুলারে ধইরা উনি গিটার শেখা শুরু করলেন। আর তখন থেইকাই গিটার এর সাথে তার সখ্যতা।

জিমি পেজ তার গিটারিস্ট ক্যারিয়ার এর শুরুর দিকে কয়েকটা ব্যনড এর সাথে বাজাচ্ছিলেন। কিন্তু একটা টুর এর পর তিনি হটাত অসুস্থ হয়া পরেন। তাই ব্যান্ড ছাইরা দেন। তার উনি ভর্তি হন আর্ট স্কুল এ যে তিনি সব সময় চাইসেন। এই স্কুল এ পড়ার সময় ই তিনি নিয়মিত ভিত্তি তে স্টুডিও আর্টিস্ট এর কাজ করতেন মিউজিক এল্বাম গুলা তে। আর্ট স্কুল এ পড়তে পড়তে তার মনে হইল অনেক আর্ট হইসে। আর না থাক। তখন আরো কয়েক জন এর সাথে মিইশশ্যা Led Zeppelin বানায় ফেলেন আর লিজেন্ড হয়া যান।

কুইন ব্যান্ড এর গিটারিস্ট ব্র্যায়ান মে (Brian May) যে গিটার টা ব্যাবহার করেন সেইটা উনি আর বাবা মিল্লা হাতে তৈরি করসিলেন ছোট বেলায়। গীটার তা তৈরি হইসিল তাদের এক পারিবারিক বন্ধু এর ফালায়া দেওয়া ফায়ারপ্লেস এর কাঠ দিয়া। সে জন্য আদর কইরা উনি এই গিটার টারে কখনো কখনো “ফায়ার প্লেস” ডাকেন ।ব্রায়ান মে যে সারাদিন গিটারই বাজাইতেন তা না। পড়ালেখাও করতেন। তিনি একজন এস্ট্রো ফিসিজিস্ট। এস্ট্রো ফিসিক্সে পি এইচ ডি করার জন্য স্কলার শিপ ও পাইসিলেন। কিন্তু মিউজিক করার জন্য সেইটাই ড্রপ আউট করেন।

ব্ল্যাক সাবাথ (Black Sabbath) এর গিটারিস্ট টনি আইওমি (Tonny Iommi). তার বাম হাতের আঙ্গুল সবগুলাই অর্ধেক এর নিচ থেকে কাটা। টনি তখন কাজ করতেন একটা ফ্যাক্টরি তে। যেদিন এই কাজ ছেরে মিউজিক শুরু করতে যাবেন সেই লাস্ট ওয়ারকিং ডে তে তার আঙ্গুল্কের উপর দিয়া মেশিন চলে যায় আর আঙ্গুল সব কেটে যায়। কিন্তু তাতেও উনার গীটার বাজানো বন্ধ হয় নাই। উনি গিটার এর তার গুলাকে উনার মত করে টিউন করে নিসিলেন যাতে পুল করা যায় সেগুলা কে।

আজকে এই ৩ জন এর গল্পই থাকুক। এত ঘুম পাইসে। ঘুমের মদ্যে কি কি যে লিখতাসি আণ্ডা গুনদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *