লেখার তারিখঃ এপ্রিল ৪, ২০১৫ । ১১.২০ পি.এম
কিছু হারিয়ে ফেলা দিন ফিরে আসুক। আমি ভুল করা গুলো ঠিক করে দি। তারপর চলুক ঠিক ঠাক। যাকে রেখে দিয়েছিলাম তাকে ভাসিয়ে দি কাগজের নৌকার মত। সে তার কাগজের পাল তুলে ভেসে যাক। আর যাকে কুচি কুচি করে কাগজের মত ফু দিয়েছিলাম, তাকে মুঠো ভরে ধরে আনি। এক্টা এক্টা করে জোড়া লাগাই। হয়তো ছবি টা হবে না পুরোপুরি কিন্তু থাক। আমার তাতেই চলে যাবে।
কিছু হারিয়ে যাওয়া সুর ফিরে আসুক। যা কিছু বাজাতে পারি না, শিখে যাই আংগুলে আংগুলে । তারপর কথা গুলো বসে যাক ঠিকঠাক । আমি আবার লিখতে থাকি অবিরত। নতুন গানের গন্ধ উঠুক আবার। মনের ভিতর চলতে থাকুক শব্দের হাহাকার। বৃষ্টি নামুক গানের।
কিছু হারিয়ে ফেলা কবিতা ফিরে পাই। নিজেকে আবার ভাবতে শিখি কবি। যা কিছু শিখছে মন, বসিয়ে দেই অনুভুতির পাশে, এক সাথে। অকবির আস্ফালন দেখে দেখে বিরক্ত হয়ে ছুড়ে দেওয়া যাক তার মুখে এক তারা কবিতা ভর্তি কাগজ।
এইবার কবিতার জয় হোক। এই বার আমার জন্য তাদের মনে ভয় হোক।