লেখার তারিখঃ মার্চ ২০, ২০১৫ । ৫.৪৫ এ.এম
আমার মন খারাপ। আমাদের সবার মন খারাপ। হেরে গেলে মন খারাপ হয়। কিন্তু আমরা তো হারিনি। ইন্ডিয়া হয়তো জিতে গেছে বলে বগল বাজাচ্ছে কিন্তু আমরা তো হারিনি। আমাদের পয়সার জোরে জিততে দেয়া হয় নি।
আমাদের জন্য এটা খেলা। হার জীত এর অনুভুতির চেয়ে খেলার উত্তেজনাটা আমাদের কাছে মূখ্য। কিন্তু ইন্ডিয়ার মত মারোয়ারি জাত এর কাছে এইটাও এক্টা ব্যাবসার জায়গা, একটা করপোরেট ব্যাপার, আরো একটা আত্মা বেচে দিয়ে নোট গোনার ক্ষেত্র মাত্র।
ওরা তাই জেতার জন্য সব কিছু করতে পারে। আমাদের অত টাকাও নাই আম্পায়ার কেনার আর আমরা অত টা নিচে চাইলেও নামতে পারবো না কোনদিন। থাকুক। বিশ্বের সবচেয়ে বেশি রাস্তায় হাগু করার রেকর্ড ধারি ইন্ডিয়ান জাতি, বদনা নিয়ে কারাকারি করার অভ্যাস বসত বলতে থাকুক, উহু, Won’t Give It Back
আর কিছু মাতবর দেখসি “আহা, না হয় একটা ভুল আউট ই দিসে, আহা না হয় মাহমুদুল্লাহর আউট টা হয় নাই, কিন্তু তাই বইলা এত রান এর ব্যাবধান এ হারবে?” এইটাইপ এর গুপ্তকেশ মারকা কথা লিখছেন। এদের নগদে বহিষ্কার ছাড়া আর কিছু করার কথা ভাবছি না এখন। এগুলাই রাজকার হয়। এভাবেই বেঈমানি করা হয়। বেঈমান ফ্রেন্ড দরকার নাই লিস্ট এ আমার।